Image Slider By helperblogger.com The slide is a linking image Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption
Home » » *** HSC 2014 – EXCLUSIVE PHYSICS SUGGESTION *** MOBYDICK Academic Care: Higher Secondary Level

*** HSC 2014 – EXCLUSIVE PHYSICS SUGGESTION *** MOBYDICK Academic Care: Higher Secondary Level




*** HSC 2014 – EXCLUSIVE PHYSICS SUGGESTION ***
MOBYDICK
Academic Care: Higher Secondary Level
*** HSC 2014 – EXCLUSIVE PHYSICS SUGGESTION ***
#Silver Phase-Exam Code: 0412 + 1412
** Based on- Higher Secondary Physics by Tapan-Hasan-Chowdhury **

অধ্যায় – ছয়ঃ কাজ, শক্তি, ক্ষমতা
১. সংজ্ঞাঃ কাজ, কাজ শক্তি উপপাদ্য, সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল, স্প্রিং ধ্রুবক, বিভব শক্তি, কর্মদক্ষতা। 
২. সূত্রঃ কাজ শক্তি উপপাদ্যের প্রমাণ, পরিবর্তী বল দ্বারা কৃতকাজ, স্প্রিং কর্তৃক কৃতকাজ, মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ,স্প্রিং এর বিভব শক্তি, সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার প্রমাণ।
৩. পরিবর্তী বল দ্বারা কৃতকাজের উদাহরণ গুলো বেশি গুরুত্বপূর্ণ।
৪. গাণিতিক সমস্যাঃ উদাহরণ- 8**, 10***, 11**, 12***, 14, 16, 21***, 22*2, 25***, অনুশীলনী- 6***,20**, 21**, 22**, 24***, 27*, 33***, 36**,37*।

অধ্যায় – সাতঃ মহাকর্ষ
১. সংজ্ঞাঃ মহাকর্ষীয় ধ্রুবক, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষ কেন্দ্র, ভূ-স্থির উপগ্রহ, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য ও বিভব, মুক্তি বেগ।
২. সূত্রঃ নিউটনের মহাকর্ষীয় সূত্র, ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থানে ও উচ্চতা-গভিরতায় g এর মানের পরিবর্তন, অভিকর্ষ কেন্দ্র নির্ণয়, কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়***, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও বিভবের মান নির্ণয়, মুক্তি বেগের মান নি্ণয়।***।
৩. এই অধ্যায়ের মুক্তি বেগ ও উপগ্রহের বেগের অংক গুলো গানিতিক সমস্যার জন্য ও অভিকর্ষের গানিতিক সমস্যা গুলো MCQ এর জন্য গুরুত্বপূর্ণ।
৪. গাণিতিক সমস্যাঃ উদাহরণ- 8**, 10**, 13***, অনুশীলনী- 2**, 5***, 6**, 13***, 15***, 19*, 20***, 21****।

অধ্যায় – আটঃ সরল ছন্দিত স্পন্দন
১. সংজ্ঞাঃ পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন ও বৈশিষ্ট্য, পর্যায়কাল, কম্পাংক, বল ধ্রুবক, কৌণিক কম্পাংক, বিস্তার, দশা, সরল দোলক, ।
২. সূত্রঃ সরল ছন্দিত স্পন্দনের ব্যাবকলনীয় সমীকরণ ও এর সমাধান নির্ণয়, বেগ, ত্বরণ, মোট শক্তি (গ্রাফ***), সরলদোলকের রাশিমালা, সরল দোলকের সূত্র (MCQ), সরল দোলকের সাহায্যে সময় নির্ণয় (MCQ & Written)।
৩. এখানে, যে গ্রাফ গুলো আছে তা গুরুত্বপূর্ণ, আর সরল দোলক ও স্প্রিং এর রাশিমালা খুব গুরুত্বপূর্ণ। সরল দোলকের গানিতিক সমস্যা গুলো ভালোভাবে দেখবে।
৪. গাণিতিক সমস্যাঃ উদাহরণ- 5***, 7**, 8***, 10***,12**, 13****, 14****, 15****, 17**, অনুশীলনী- 2***, 4**, 5*, 6***, 8**, 10*, 13**, 14***, 18**, 22****, 24***।

অধ্যায় – নয়ঃ স্থিতিস্থাপকতা
১. সংজ্ঞাঃ স্থিতিস্থাপক সীমা, বিকৃতি, পীড়ন, স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক ক্লান্তি, অসহ বল, ইয়ং এর গুণাঙ্ক, সংনম্যতা ও অসংনম্যতা, ব্যাবর্তন গুনাংক,পয়সনের অনুপাত।
২. সূত্রঃ হুকের সূত্র, মোট সঞ্চিত শক্তি ও একক আয়তনে সঞ্চিত শক্তি।
৩. এ অধ্যায়ের ছোট ছোট গানিতিক সমস্যা গুলো ও সুত্রগুলো MCQ এর জন্য গুরুত্বপুর্ণ।
৪. গাণিতিক সমস্যাঃ উদাহরণ-10***, 11***,12***, অনুশীলনী- 1, 2, 4**, 10**,7**, 13***,14***, 17**, 20**, 21***, 22****, 23***।

অধ্যায় – দশঃ প্রবাহী পদার্থ
১. সংজ্ঞাঃ পৃষ্ঠটান, পৃষ্ঠশক্তি, আসঞ্জন বল, পাল্লা গোলক, স্পর্শ কোণ ও বৈশিষ্ট্য, সান্দ্রতা (ঘটনা ও বৈশিষ্ট্য), সান্দ্রতাঙ্ক, অন্ত্যবেগ (বৈশিষ্ট্য - MCQ)।
২. সূত্রঃ আণবিক তত্ত্ব, পৃষ্ঠশক্তির রাশিমালা, পৃষ্ঠশক্তি ও পৃষ্ঠটানের মধ্যে সম্পর্ক, পৃষ্ঠশক্তির রাশিমালা, নিউটনের সূত্র, স্টোকসের সূত্র, ক্ষণস্থায়ী স্থিতিস্থাপকতা, অন্ত্যবেগের রাশিমালা প্রতিপাদন।
৩. এ অধ্যায়ের সূত্র গুলো একটু বড় তাই, ভালোভাবে আয়ত্ত করতে হবে। আর এ অধ্যায়ের গানিতিক সমস্যা গুলোও গুরুত্বপূর্ণ।
৪. গাণিতিক সমস্যাঃ উদাহরণ- 4**, 10**, 11***,12***, অনুশীলনী- 1*, 2**, 3***, 4**, 5***, 10**, 12***,13***, 14***, 15**, 16***, 17**।

বিঃদ্রঃ১- কোন প্রশ্নই সরাসরি বই থেকে দেয়া হবে না, যেহেতু , এটা সৃজনশীল পরীক্ষা। একই কথা গাণিতিক সমস্যা গুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তবে, এই জাতীয় সমস্যা গুলো সমাধান করলে পরীক্ষায় অনেক প্রশ্নের উত্তর করতে অনেক সুবিধা পাওয়া যাবে।

বিঃদ্রঃ২- গুরুত্বপুর্ণ টপিক গুলোতে ভালোভাবে প্রস্তুতি নেয়া এবং পড়ার গতিকে আরো বেগবান করাই এই সাজেশানের উদ্দ্যেশ্য। প্রশ্ন মূল বইয়ের উপর ভিত্তি করেই করা হয়েছে, তাই, পরীক্ষায় ভালো ফলাফল করতে মূল বই ভালো করে বুঝে পড়ার কোনো বিকল্প নেই।

Uday Hasan
EEE, BUET.
11/12/13

0 comments:

Post a Comment


Friends

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

আমাদের সকল লেকচার শীট















 
Support : Your Link | Your Link | Your Link
Copyright © 2013. মবিডিক সৃজনশীল একাডেমিক কেয়ার - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger