Image Slider By helperblogger.com The slide is a linking image Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption
Home » » SSC Model Test-2015 মবিডিক সৃজনশীল একাডেমিক কেয়ার- ( বাংলা ১ম পত্র নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর সাজেশন পর্ব-02)

SSC Model Test-2015 মবিডিক সৃজনশীল একাডেমিক কেয়ার- ( বাংলা ১ম পত্র নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর সাজেশন পর্ব-02)


পর্ব-২ (নিমগাছ, উঃশক্তির উদ্বোধন, শিক্ষা ও মনুষ্যত্ব, মমতাদি, পয়লা বৈশাখ, একাত্তরের দিগুলি, সাঃ রূপ ও রীতি, বাঙলা, শব্দ)
সৃজনশীল প্রশ্ন-১
রানু বেগম হাইস্কুলের শিক্ষিকা। সারাদিন স্কুলে থাকেন। এর পর বাসায় ফিরে সংসার আর সন্তানের দেখা শোনা, সবার জন্য রান্না করা, সবার খাওয়া শেষ হলে সবকিছু গুছিয়ে সবার শেষে ঘুমাতে যান। ঘুম থেকে ওঠেনও সবার আগে। এত কিছুর পর সংসারে তার মূল্যায়ন নেই। পান থেকে চুন খসলেই শাশুড়ির খোঁচা, স্বামী তাকে বিদ্রুপ করতে কম করে না। অবশেষে রানু অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে ওঠে।
ক. বনফুলের প্রকৃত নাম কি?  
খ. ‘খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল’ উক্তিটির তাৎপর্য লেখ।
গ. উদ্দীপকের রানু বেগেমের সাথে ‘নিমগাছ’ গল্পের লক্ষ্মী বউয়ের সাদৃশ্য-বৈসাদৃশ্য দেখাও।
ঘ. উদ্দীপকে রানু বেগমের অধিকার আদায়ের বিষয়টি ‘নিমগাছ’ গল্পে পরিলক্ষিত হয় কি? মতামতের পক্ষে যুক্তি দাও।
                           
সৃজনশীল প্রশ্ন-২
বিংশ শতাব্দীর শেষার্ধে যে কজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক আবির্ভূত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়। উপন্যাস, নাটক , গল্পগ্রন্থ, কবিতায় অসাম্প্রদায়িকতার বাণী তুলে ধরতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাঁর অধিকাংশ লেখায় তিনি উপমহাদেশের হিন্দু-মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার পরামর্শ দিয়েছেন। এভাবে তাঁর গল্প-উপন্যাস-কবিতায় সাম্যবাদী চেতনার প্রতিফলন ঘটেছে। 
ক. কাদেরকে চন্ডাল বলা হয়?
খ. সমাজের অবহেলিত মানুষ উঁচু শ্রেণির মানুষের বিরুদ্ধে বিদ্রোহাচরণ করে কেন?
গ. উদ্দীপকের লেখকের মাঝে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন শিক্ষাটি লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ. বিশ্বের বুকে উপমহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জনে উদ্দীপকের সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো মানুষগুলো লেখা নিয়ামকের ভূমিকা রাখবে-প্রবন্ধের
          আলোক বিশ্লেষণ কর।
এরকম আরো অনেক প্রশ্ন ও তার সমাধান পেতে 
উত্তর পেতে  PDF Flie  টি ডাউনলোড করুন
1.  Downlod Hear Plz... Click
2. Download link
3. Download link

0 comments:

Post a Comment


Friends

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

আমাদের সকল লেকচার শীট















 
Support : Your Link | Your Link | Your Link
Copyright © 2013. মবিডিক সৃজনশীল একাডেমিক কেয়ার - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger