সৃজনশীল প্রশ্ন-১।
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন আদিবাসীদের বসবাস। সমতলে বসবাসকারী মানুষদের সঙ্গে তাদের জীবনযাত্রার বিস্তর পার্থক্য। সেখানকার নারীরা কঠোর পরিশ্রমী। জুম চাষের মতো কঠিন কাজে তারা অংশ নেয় এবং তারা অনেক বেশি স্বাধীনচেতা। বাজার করা কিংবা ব্যবসা বাণিজ্যেও নারীরা সক্রিয় ভূমিকা রাখে। আবার লোকনৃত্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো।
ক. কোন নদীর পারে লেখকের গাড়ি থেমেছিল? ১
খ. কুলিদের বালক-বালিকারা লেখকের গাড়ি ঘিরে ধরছিল কেন? ২
গ. উদ্দীপকের বিভিন্ন আদিবাসী নারীদের সঙ্গে পালামৌ অঞ্চলের কোলনারীদের সাদৃশ্য আলোচনা কর। ৩
ঘ. সমতলবাসী নারীদের তুলনায় পার্বত্য অঞ্চলের নারীরা অধিক পরিশ্রমী-উদ্দীপক ও ‘পালামৌ’ রচনার
আলোকে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। ৪
সৃজনশীল প্রশ্ন-২।
‘হৈমন্তী’ এক স্বভাবকোমল পবিত্র মাধুর্যময় লাবণ্যময়ী মেয়ের কাহিনী, যে যৌতুকপ্রথার যূপকাষ্ঠে হয়েছে নির্মম বলি। হৃদয়হীন স্বার্থান্ধ শ্বশুর-শাশুড়ির আচরণ আর তার গুণমুগ্ধ অথচ পৌরুষহীন স্বামীর নিকৃষ্ট অসহায়তার মুখে সরল শুভ্র নিষ্কলঙ্ক সত্যব্রতী এবং একই সঙ্গে সরল তেজস্বিনী হৈমন্তীর বেদনাবিধুর পরিণতি আমাদের মর্মমূলে আঘাত করে।
ক. অশ্রুবিসর্জন কার নিত্যক্রিয়া হয়েছে? ১
ক. নিরুপমার বিবাহসভায় তুমুল গোলযোগ বেধেছিল কেন? ২
গ. উদ্দীপকের হৈমন্তীর সাথে ‘দেনাপাওনা’ গল্পের নিরূপমার সাদৃশ্য নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের ঘটনাটি ‘দেনাপাওনা’ গল্পে ফুটে ওঠা সমাজচিত্রের প্রতিচ্ছবি-বিশ্লেষণ কর। ৪
বাংলা ১ম পত্র নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর সাজেশন পর্ব-01
এটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ ডউনলোড






0 comments:
Post a Comment