Image Slider By helperblogger.com The slide is a linking image Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption
Home » » রসায়ন ১০ শ্রেণি(নতুন সিলেবাস), অধ্যায়-১০(খনিজ সম্পদ ধাতু-অধাতু)

রসায়ন ১০ শ্রেণি(নতুন সিলেবাস), অধ্যায়-১০(খনিজ সম্পদ ধাতু-অধাতু)

রসায়ন ১০ শ্রেণি(নতুন সিলেবাস),
অধ্যায়-১০(খনিজ সম্পদ ধাতু-অধাতু)
সৃজনশীল প্রশ্ন :১
ভূ-ত্বকের উপাদান গুলো মনে রাখার কৌশল........

অহনা সিলাকে বলল অল আর কাল পিট, সোমা ম্যাগনাকে বলল এটি অন্যায় !!!

অহনা - অক্সিজেন (৪৬%)
সিলাকে - সিলিকন (২৭%)
বলল --- -----------
অল -- অ্যালুমিনিয়াম (৮%)
আর --আয়রন (৫%)
কাল -- ক্যালসিয়াম (৪%)
পিট -- পটাশিয়াম (৩%)
সোমা -- সোডিয়াম (৩%)
ম্যাগনা --- ম্যাগনেসিয়াম (২%)
বলল-------------------
এটি -------------------
অন্যায় --অন্যান্য (২%)
এভাবে প্রতিটি ক্লাসে প্রচুর পরিমাণে মজার মজার কৌশলের মাধ্যমে এমনভাবে রসায়ন ক্লাস বুঝিয়ে দেওয়া হয় , প্রতিটি ছাত্র/ছাত্রীর কাছে মনে হবে " রসায়ন সত্যি রস যুক্ত একটি বিষয়।"

আসলে কি , "রসায়ন যে বুঝে পড়ে সে রস(আনন্দ) পায় , যে না বুঝে শুধু মুখস্থ করে তার রস বাহির হয় " ।

২. ধাপ : ১. বিভিন্ন খনিজ পদার্থের মিশ্রণ
ধাপ : ২ . কণার মিশ্রন
ধাপ : ৩. A
ধাপ : ৪. আবহাওয়া
ধাপ :৫. C এবং D

ক. A কি ?
খ. সমুদ্র তলে কিভাবে চুনাপাথর এবং বেলে পাথর সৃষ্টি হয় ?
গ. A এর প্রকারভেদ বিস্তারিত আলোচনা কর।
ঘ. C এবং D সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।

মাঈন স্যার , মবিডিক এডমিন , কোড : ৫১১৪

0 comments:

Post a Comment


Friends

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

আমাদের সকল লেকচার শীট















 
Support : Your Link | Your Link | Your Link
Copyright © 2013. মবিডিক সৃজনশীল একাডেমিক কেয়ার - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger