একাদশ শ্রেণি , রসায়ন ১ম পত্র(নতুন সিলেবাস)
অধ্যায় : ৪(চার)
সৃজনশীল প্রশ্ন :
কার্বন সালফারের সাথে বিক্রিয়া করে কার্বন-ডাই-সালফাইড উৎপন্ন করে। আবার কার্বন-ডাই-সালফাইড আক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন-ডাই-অক্সা্ইড এবং সালফার-ডাই-অক্সাইড উৎপন্ন করে । পৃথকভাবে কার্বন এবং সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন-ডাই-অক্সা্ইড এবং সালফার-ডাই-অক্সাইড উৎপন্ন করে ।
ক. তাপ রাসায়নিক সমীকরণ কি ?
খ. তাপরসায়নের সূত্র কয়টি এবং কি কি ?
গ. ল্যাভয়েশিয়ে ও ল্যাপলাসের সুত্র এবং হেসের তাপসমষ্টিকরণ সূত্র লিখ এবং ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের উপাত্তটি হেসের তাপসমষ্টিকরণ সূত্রকে সমর্থন করে কি না ? গাণিতিক যুক্তি দাও।
মাঈন স্যার । কোড : ০৭১২১৩
[ প্রিয় শিক্ষার্থী , বেশ কিছুদিন পর আবার সৃজনশীল প্রশ্ন দেওয়া শুরু হল। আমাদের HSC MODEL TEST এর কার্যক্রম শুরু হয়েছে গত ২৯ নভেম্বর থেকে । তাই এ ব্যাপারে বেশ বিজি থাকতে হয়েছে ।নিশ্ছয় তোমরা দেথেছ যে, নিয়মিত মডেল টেস্ট সাজেশন পোস্ট করা হচ্ছে । তাই ......... , তবে এখন থেকে আবার নিয়মিত সৃজনশীল প্র্শ্ন দেওয়া অব্যাহত থাকবে ..............]
অধ্যায় : ৪(চার)
সৃজনশীল প্রশ্ন :
কার্বন সালফারের সাথে বিক্রিয়া করে কার্বন-ডাই-সালফাইড উৎপন্ন করে। আবার কার্বন-ডাই-সালফাইড আক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন-ডাই-অক্সা্ইড এবং সালফার-ডাই-অক্সাইড উৎপন্ন করে । পৃথকভাবে কার্বন এবং সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন-ডাই-অক্সা্ইড এবং সালফার-ডাই-অক্সাইড উৎপন্ন করে ।
ক. তাপ রাসায়নিক সমীকরণ কি ?
খ. তাপরসায়নের সূত্র কয়টি এবং কি কি ?
গ. ল্যাভয়েশিয়ে ও ল্যাপলাসের সুত্র এবং হেসের তাপসমষ্টিকরণ সূত্র লিখ এবং ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের উপাত্তটি হেসের তাপসমষ্টিকরণ সূত্রকে সমর্থন করে কি না ? গাণিতিক যুক্তি দাও।
মাঈন স্যার । কোড : ০৭১২১৩
[ প্রিয় শিক্ষার্থী , বেশ কিছুদিন পর আবার সৃজনশীল প্রশ্ন দেওয়া শুরু হল। আমাদের HSC MODEL TEST এর কার্যক্রম শুরু হয়েছে গত ২৯ নভেম্বর থেকে । তাই এ ব্যাপারে বেশ বিজি থাকতে হয়েছে ।নিশ্ছয় তোমরা দেথেছ যে, নিয়মিত মডেল টেস্ট সাজেশন পোস্ট করা হচ্ছে । তাই ......... , তবে এখন থেকে আবার নিয়মিত সৃজনশীল প্র্শ্ন দেওয়া অব্যাহত থাকবে ..............]






স্যার সৃজনশীল প্রশ্ন এর গ এবং ঘ নং প্রশ্ন উত্তর করার জন্য উদ্দীপকের সহায়তা প্রয়োজন হয়। আপনার করা প্রশ্নে গ এর উত্তর উদ্দীপক ছাড়াই করা যাবে।
ReplyDelete